ট্রাক প্রতীক পেলেন মাহিয়া মাহি

মাহিয়া মাহি

0

রাজশাহী :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন।সোমবার(১৮ ডিসেম্বর) সকালে এ প্রতীক বরাদ্দের তথ্য নিশ্চিত করেছেন তিনি।

প্রতীক বরাদ্ধ পাবার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী  মাহিয়া মাহি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছি। আমার মার্কা ট্রাক। ইনশা আল্লাহ জিতেই ঘরে ফিরব। বিরোধী যারা আছেন তারা আমাকে পচানোর চেষ্টা করবে, ট্রাক খাদে পড়ে গেছে বলে। চাকা পানচার হয়ে যাবে। এরকম যখন আমাকে পচানোর চেষ্টা করা হবে, উল্টো আমার প্রচারণা করবে। মানুষের মাথায় ঢুকিয়ে দেবে ট্রাক আমার প্রতীক।’

রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন এখন।

নির্বাচনের প্রচার-প্রচারণায় আজ সোমবার (১৮ ডিসেম্বর) থেকেই নেমে পড়বেন প্রার্থীরা।আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.