মাদককানন এখন পুষ্পকানন

0

চট্টগ্রাম: একসময় যেখানে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বসতো মাদকের আড্ডা আর দিনে চলত স্কুল পালানো ছেলেমেয়েদের অবাধ বিচরণ। যে অঞ্চলটি ছিল নেশার রাজ্য, মাদকসেবীদের প্রিয় স্থান, রমরমা মাদক ব্যবসার পরিকল্পনা করতো ব্যবসায়ীরা, সে স্থান আজ হয়ে উঠেছে স্বর্গোদ্যান। মাদক কানন হয়ে উঠেছে নন্দনকানন, সেখানে ফুটেছে ফুল। এমন দৃশ্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট সাগর উপকূলীয় বেড়িবাঁধ এলাকায়।

বছরখানেক আগেও যে এলাকাটি মাদকের সাম্রাজ্য নামে পরিচিত ছিল, প্রশাসনের হস্তক্ষেপে উচ্ছেদ করা হয়েছে মাদকের আড্ডা ও অবৈধভাবে গড়ে ওঠা রেস্তোরাঁগুলো। তার পরিবর্তে সেখানে এখন গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ফুল বাগান। সেখানে এখন পুষ্পোদ্যানে পরিণত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে ফৌজদারহাটের ওই বেড়িবাঁধ এলাকার ডিসি পার্কে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘ফুল উৎসব’। উৎসবকে ঘিরে ডিসি পার্কে চলছে সাজ সাজ রব। যার কারণে, সেখান থেকে এখন মাদকের উৎকট গন্ধের পরিবর্তে সমুদ্রের সফেদ বাতাসে ভেসে আসে বিভিন্ন জাতের ফুলের সৌরভ। মাতোয়ারা দর্শণার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ফৌজদারহাট সাগর উপকূলীয় এ অঞ্চলের প্রায় ১৯৪ একর সরকারি জমি গত ১০ বছরের বেশি সময় ধরে অবৈধভাবে দখল করে মাদক ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো একাধিক চক্র। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে এসব জমি অবৈধ দখলমুক্ত করেন। পরবর্তীতে সেখানে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘ফুল উৎসব’। যা ব্যাপক সাড়া ফেলেছিল পুরো চট্টগ্রাম জুড়ে। জেলা প্রশাসনের উদ্যোগে গত এক বছরে বেশ কিছু উন্নয়ন কাজ হয়েছে এই ডিসি পার্কে। এর মধ্যে রয়েছে নতুন কিছু স্থাপনা, শিশুদের রাইড, ওয়াকওয়ে, সানসেট ভিউ পয়েন্ট, কবুতর শেড, কিডস জোন ও বিশেষ সেলফি কর্ণার।

দেশি-বিদেশি ১২৭ রকমের আকর্ষণীয় ফুলে সুসজ্জিত করা হয়েছে পুরো পার্ক। যা দেখে মুগ্ধতা ভরে উপভোগ করেন দর্শণার্থীরা। অবসরে দর্শণার্থীদের এখন প্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে ফুলে ফুলে সুসজ্জিত এই ডিসি পার্ক। নগরের ব্যস্ততা শেষে স্বস্তির নিঃশ্বাস নিতে মানুষ ছুটে আসেন এই পার্কে। উপভোগ সুখময় করেন সময়কে মনের আনন্দে।

Leave A Reply

Your email address will not be published.