আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে কারাগারে সাবেক এমপি ফজলে করিম

0

সুমন বড়ুয়া(রিপোর্টার):

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার ১৬ ফেব্রুয়ারি ২৫ ইং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

আদেশ প্রসঙ্গে ট্রাইব্যুনালের কৌঁসুলি বি এম সুলতান মাহমুদ বলেন, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে প্রডাকশন ওয়ারেন্ট মূলে ট্রাইবুনালে হাজির করা হলে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে আদেশের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিগত ১২ সেপ্টেম্বর পলাতক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এ বি এম ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। পরে তাকে চট্টগ্রামে আনা হয়। ৫ ফেব্রুয়ারি আইসিটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়।

হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া, ভাংচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.