জেসমিন জুঁইঃ
কক্সবাজার জেলায় উখিয়া থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০,০০০(বিশ হাজার) পিস ইয়াবা ও ১০ রাউন্ড গুলি সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় টিম।
রবিবার ১৬ ফেব্রুয়ারি ২৫ ইং রাত ৮:৩০ মিনিটে কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া থানাধীন ৯নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কেএম দিদারুল আলম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক মাদকদ্রব্য ও ১৪ এপিবিএন সমন্বয়ে গঠিত যৌথ রেইডিং টীম রাত ৮:৩০ মিনিটে কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া থানার ৯নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করেন।
এ সময় ২০,০০০ পিস ইয়াবা ও ১০ রাউন্ড গুলি সহ মাদককারবারী মোঃ ছলিম(৩৩) এবং আছমা (২৬) নামের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক মাদককারবারীদ্বয় সম্পর্কে দেবর ভাবী বলে জানা যায়।তারা দীর্ঘদিন যাবত রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ মাদকব্যবসা করে আসছে।
উক্ত ঘটনায় উপপরিদর্শক মোঃ সানোয়ার হোসেন বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
আটককৃত মোঃ ছলিম(৩৩) উখিয়ার বালুখালী ৯ নং রোহিঙ্গা ক্যাম্পের আবুবকর ছিদ্দিকর পুত্র এবং আছমা (২৬) বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোঃ জামাল এর স্ত্রী।