খাগড়াছড়িতে বর্ণীল আয়োজনে শিশু বরণ উৎসব অনুষ্ঠিত

0

খাগড়াছড়ি প্রতিনিধি:

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে প্রাক-প্রাথমিক শ্রেণির শিশু বরণ উৎসব ।

বুধবার ১৯ ফেব্রুয়ারি ২৫ ইং সকালে এ উপলক্ষে খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাক-প্রাথমিক শ্রেণির শিশু বরণ উৎসবের নানা আয়োজন করা হয়।

শুরুতে বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীর ‘স্বাগতম, স্বাগতম, বিদ্যালয়ে স্বাগতম’ স্লোগানে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের স্বাগত জানান শিক্ষকবৃন্দরা।পরবর্তীতে ফুল, চকলেট ও পেন্সিল দিয়ে বরণ করে নেয়া হয় শিক্ষার্থীদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলুআরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার।

বিদ্যালয়ে শিশু বরণ উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য, গান ও অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নগদ অর্থ এবং উপহার সামগ্রী দিয়ে পুরুষকৃত করেন প্রধান অতিথি।

পরবর্তীতে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ সহ উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য এ শিশু বরণ উৎসব সমাপ্ত ঘোষণা করা হয়।

এসময় উপজেলা শিক্ষা অফিসার কণিকা খীসা ও অবসর প্রাপ্ত সহকারি শিক্ষক রেডামা চৌধুরী বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.