ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় শিল্পী সমিতির সদস্যদের মাঝে কম্বল বিতরণ
সবুজ অরণ্যঃ
চট্টগ্রামের নগরপিতা ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম শিল্পী সমিতির সর্বস্তরের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার ১৭ ফেব্রুয়ারি ২৫ ইং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের সার্বিক সহায়তা ও চট্টগ্রাম শিল্পী সমিতির আয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সর্বস্তরের সদস্যদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
সমিতির সভাপতি নুরুন্নবী চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠক আলহাজ্ব আনোয়ারুল হক চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চট্টল গৌরব, পরিছন্ন রাজনীতিবিদ ও নগরপিতা শাহাদাত হোসেন এর সরাসরি পৃষ্ঠপোষকতায় আয়োজিত আজকের এই আয়োজন সম্পন্নকরণে শিল্পীদের উপস্থিতি ও সহযোগিতা আমাদের আশাবাদী করে তুলেছে। শিল্পীরা সমৃদ্ধশালী সমাজ উন্নয়নে সহায়ক শক্তি। আমরা আপামর শিল্পীদের কল্যাণে কাজ করতে পারলেই আনন্দ অনুভব করি।
এসময় অতীতের মত নিকট আগামীতেও মেয়র এর পক্ষ থেকে যেকোন সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রামে বসবাসরত শিল্পীদের জন্য সমিতির প্রধান পৃষ্ঠপোষক নন্দিত রাজনীতিবিদ ডা. শাহাদাত হোসেন এর সহযোগিতা মনে করিয়ে দেয় যে, একজন গুণী ব্যক্তিই পারেন আরেকজন গুণী মানুষকে সম্মান দিতে।তিনি শিল্পীদের নিজ পরিবারের সদস্য মনে করেন বলেই তার শতব্যস্থতার মাঝেও যে কোন প্রয়োজনে শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেন।
অনুষ্ঠানে ডাঃ শাহাদাত হোসেন’র ভূয়সী প্রশংসার পাশাপাশি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, এডভোকেট আরিফুর রহমান চৌধুরী, মরমী গানের কিংবদন্তি শিল্পী শিমুল শীল, নাট্যশিল্পী ও সংগঠক এ.কে. পিন্টু, সমীরণ চৌধুরী, এম. এন ইসলাম, নাট্যভিনেতা প্রিয় রঞ্জন চৌধুরী, সংগীতশিল্পী মিলন আচার্য্য, সংগীতশিল্পী গীতা আচার্য্য, গৌতম চক্রবর্ত্তী, নাট্যশিল্পী মায়া চৌধুরী, নাসরিন চৌধুরী লাকী, চৈতী সেন, মঞ্চভিনেতা দেবেশ রক্ষিত দেবু প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত প্রায় শতাধিক শিল্পীর মাঝে কম্বল বিতরণ করা হয়।