দোলন কান্তি দে(রিপোর্টার):
ফটিকছড়ির নাজিরহাটে মেহরাজ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
বুধবার ১৯ ফেব্রুয়ারি ২৫ ইং সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের মেতুয়া ফকির বাড়ি থেকে উক্ত যুবকের লাশ উদ্ধার করা হয়।
পরিবারের বরাত দিয়ে ফটিকছড়ি থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে বুধবার সন্ধ্যায় নিজ বসত ঘরের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় । ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানান নিহতের পিতা নূরুল বশর।
নামাজ পড়ে তিনি ঘরে ফিরে ছেলেকে বসতঘরের  নিজ কক্ষে বিমের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।মানসিক টেনশন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন বলেও জানান তিনি। এ ঘটনায় থানায় মামলা রুজু করাহয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
দুই সন্তানের জনক মেহরাজ পেশায় একজন গ্যারেজ মিস্ত্রি৷