বোয়ালখালীতে পোশাক কারখানায় অগ্নিকান্ড

0

সুজন রায়(রিপোর্টার):

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এভালন ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার ২২ ফেব্রুয়ারি ২৫ ইং বিকালে বোয়ালখালীর পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

জানা যায়, আগুন লাগার সংবাদ পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে কালুরঘাট মোহরা ও পটিয়া ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট প্রায় ১ ঘন্টার অধিক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো.আব্দুল্লাহ জানান, বিকাল ৪:৫০ মিনিটে কন্ট্রোল রুম থেকে এভালন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার চারতলায় আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের টিম।আগুন লাগার সাথে সাথেই কররখানার শ্রমিকরা নিচে নেমে যায়।তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ যায়নি।তদন্ত পরবর্তীতে তা জানা যাবে।
দূর্ঘটনার এসময় রোভার স্কাউটস, বিএনসিসি ও রেডক্রিসেন্ট সদস্যরা ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতায় এগিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম বলেন, কারখানার চতুর্থ তলায় ইবাদতখানা রয়েছে। সেখানে আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান।এসময় সাইরেন বাজানো হলে শ্রমিকরা নিরাপদে নেমে যান।পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.