বিলাইছড়িতে সেনা জোনের মানবিক সহায়তা প্রদান

0

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

শান্তি- সম্প্রীতি ও উন্নয়নে জনসাধারণের মাঝে শ্লোগানে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী বিলাইছড়ি সেনা জোন ।

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২৫ ইং ১১:১০ মিনিটে ৩২ বীর,বিলাইছড়ি জোনের অধিনায়ক লেঃ কর্নেল রিফায়েত করিম চৌধুরী, পিএসসি এর নির্দেশনায় ৩২ বীর এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইনান বিন নজমুল এ সহায়তা প্রদান করেন।

জোনের ১নং আরপি গেট সংলগ্ন স্থানে শান্তি-সম্প্রীতি উন্নয়নে সরকারি উচ্চ বিদ্যালয় ও অন্যান্য শিক্ষার্থী এবং অসহায় জনসাধারণের মাঝে এসময় নগদ ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও বাজারে যুবকদের মাঝে ১০ হাজার টাকা মূল্যের ক্রিকেট খেলার সামগ্রী ও বহলতলী মসজিদের মাইকের জন্য ১০ হাজার টাকা মূল্যের এমপ্লিফায়ার প্রদান করা হয়। এবং বহলতলী পড়ার মো.ফারুকের স্ত্রী বিউটি বেগমকে ২৫ টি হাঁস ও হাঁসের খাদ্য সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.