মঈন উদ্দিন মাহমুদ:
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ দোকানীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার ১০ মার্চ ২৫ ইং সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ এর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানকালে বাঙ্গালহালিয়া বাজারের গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার রাখার দায়ে ১হাজার টাকা,কাপ দই এর কোটায় মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এবং দোকানের ফ্রিজে অন্য ঔষধের দোকানের মেডিসিন রাখায় মাতৃভান্ডার কুলিং কর্নারকে ২ হাজার টাকা এবং কাপড়ের রং(টেক্সটাইল ডাইং) বিক্রি করায় আজিজ ষ্টোর কে ৩ হাজার টাকা সহ ৩ দোকানকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে রাজস্থলী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: নুরুল আমিন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানকালে বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ও বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সদস্যরা সহায়তা করেন।