বোয়ালখালীতে নারীর প্রতি সহিংসতারোধ ও ধর্ষকদের বিচারের দাবীতে বিক্ষোভ বোয়ালখালী প্রতিনিধি:

0

দোলন কান্তি দে(রিপোর্টার):

সম্প্রতি দেশব্যাপী সংগঠিত কন্যাশিশু ধর্ষণ, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতারোধ ও ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

সোমবার ১০ মার্চ ২৫ ইং দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বোয়ালখালী শাখার নেতৃবৃন্দের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক বুড়িপুকুর পাড় প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা
তুমি কে, আমি কে, আছিয়া, আছিয়া’, ‘উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস; আমার বোনের রক্ত, বৃথা যেতে দেবো না’, দড়ি লাগলে দড়ি নাও, ধর্ষকদের ফাঁসি দাও’, ‘বিপ্লবীদের বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

মিছিলে বক্তারা সম্প্রতি সংগঠিত কন্যাশিশু ধর্ষনে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান।

মিছিলে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য নাজমুল হক তামিম, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ওবাইদুল মোস্তফা মাহির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ফয়সাল রাইহান আরিফুর ইসলাম, মহানগর সংগঠক নিবরাস বিন, ছাত্র প্রতিনিধি সানজিদা, সাইমা ও সাথী।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কন্যাশিশু ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতারোধে পদক্ষেপ গ্রহণে কোনো ধরণের তালাবাহানা মেনে নেওয়া হবে না। ধর্ষকদের দ্রুততম সময়ে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সম্প্রতি দেশে হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই আশংকাজনকভাবে বেড়ে গেছে।এসময় অপরাধীদের নিশ্চিহ্ন করতে না পারলে সেই ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে বলে হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.