মিরসরাই নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

0

সুমন বড়ুয়া:

দেশব্যাপী নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ মার্চ ২৫ ইং নিজামপুর সরকারি কলেজ ক্যাম্পাস প্রঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে জেলা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

আয়োজিত মানববন্ধনে মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার উদ্দিন রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাবু, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আশরাফ রিয়াজ, নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল চোধুরী, যুগ্ম আহবায়ক শরিফ মাহমুদ রিয়াজ, নিজামপুর কলেজ ছাত্রদল নেতা আরাফাত হোসেন, রফিকুল ইসলাম ফাহিদ, রাজ বডুয়া, আলমাস উদ্দিন সায়েম, জিসান, সাফায়েত, ফুয়াদ,আমির সহ কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.