লাখো ভক্তের সমারোহে গোলামুর রহমান মাইজভান্ডারীর ওরশ অনুষ্ঠিত

0

মেনন দাশ:

লাখো ভক্তের অংশগ্রহণে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে
উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল শাহসূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (কঃ) মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর ৮৯তম বার্ষিক ওরশ।

শনিবার ৫ এপ্রিল ২৫ ইং চট্টগ্রামের ফটিকছড়ি থানার মাইজভান্ডার দরবার শরীফে অলিয়ে কামেল শাহসূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (কঃ) মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।

ওরশ উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন স্থান হতে আগত লাখো ভক্ত-আশেকানরা এসময় মাজার শরীফ জেয়ারত ও নিজেদের  মনোবাসনা পূরণের জন্য মহান আল্লাহর  দরবারে ফরিয়াদ জানান।

ওরশ উপলক্ষে তিনদিন ব্যাপী গাউছিয়া রহমান মঞ্জিল ও  আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন বাবা ভান্ডারীর মাজারে খতমে কোরআন, মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচি পালনের আয়োজন করেছেন।

শনিবার ৫ এপ্রিল ওরশের প্রধান দিবসে শাহসুফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাচানী আল মাইজভান্ডারী এর পরিচালনায় মাইজভান্ডার শাহী ময়দানে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও কিয়াম শেষে বিশ্বের সকল উম্মাহর সুখ শান্তি কামনা করে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় নায়েবে সাজ্জাদশীন সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারীসহ লাখো অশেকানে মাইজভান্ডারী ভক্ত মোনাজাতে অংশ গ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.