গ্যাস সংকটে বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা

0

দোলন কান্তি দে:

গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন কার্যক্রম ।

শুক্রবার ১১ এপ্রিল ২৫ ইং সকাল ৭ টায় গ্যাস সংকটের কারণে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) অধীনে থাকা এ রাষ্ট্রায়ত্ত কারখানাটি উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

সিইউএলএফ সূত্র জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি কারখানাটি সর্বশেষ উৎপাদনে গেলেও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কতৃর্ক গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে।

সিইউএফএলের উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করে ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, ১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় স্থাপন করা সার কারখানাটিতে দৈনিক প্রায় ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া সা উৎপাদিত হতো।কারখানায় বার্ষিক প্রায় ৫ লক্ষ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া ও ৩ লক্ষ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন হয়।

কেজিডিসিএল সূত্রে জানা যায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত সার কারখানা সিইউএফএল এ দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হতো। এছাড়াও চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এ দৈনিক ৪২ থেকে ৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহৃত হয়।

Leave A Reply

Your email address will not be published.