বেণীমাধব ও ফণীভূষণ স্মারক বক্তৃতামালা ও অনোমা প্রকাশনা উৎসব-২০২৫ অনুষ্ঠিত

0

সবুজ অরণ্য:

অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী, চট্টগ্রাম এর আয়োজনে বেণীমাধব ও ফণীভূষণ স্মারক বক্তৃতামালার ১৫ তম আবর্তন ও সংগঠনের মুখপত্র অনোমা’র ৪৫ তম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১১ এপ্রিল ২৫ ইং বিকাল ৪ টায় অনোমা সভাপতি প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন অনোমার প্রধান পৃষ্ঠপোষক লায়ন রূপম কিশোর বড়ুয়া। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব তুষার কান্তি বড়ুয়া। “তারুণ্যের উদ্বোধন : সমাজ ও সংস্কৃতি” শিরোনামে স্মারক বক্তব্য উপস্থাপন করেন রাঙ্গামাটি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক অনির্বাণ বড়ুয়া, শুভেচ্ছা–স্মারক পাঠ করেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জিকো বড়ুয়া।

অনোমার দপ্তর সচিব দীপায়ন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা, কবি ও নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সনজীব বড়ুয়া, লেখক-অনুবাদক প্রদীপ বড়ুয়া এবং চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুস সালাম। সংগঠনের প্রকাশনা সচিব রঞ্জন বড়ুয়ার সম্পাদনায় সংগঠনের ৪৫ তম মুখপত্র অনোমা প্রকাশিত হয়।

বাঙালি ও বৌদ্ধ সংস্কৃতির চর্চা ও বিকাশে অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী দীর্ঘ চার দশকের বেশীকাল ধরে নান্দনিক প্রকাশনা, স্মারক বক্তৃতামালার চলন ও জাতীয়–আন্তর্জাতিক বিবিধ উপলক্ষ এবং সমসাময়িক সাংস্কৃতিক আয়োজনসমূহ মঞ্চায়ন করে সুস্থ সংস্কৃতির বিকাশে ভূমিকা রেখেছে বলে আলোচকগণ অভিমত ব্যক্ত করেন।এসময় আলোচকগণ
সুস্থ জীবনধারা গঠনে ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.