লোহাগাড়ায় মেরামতের সময় জীপ গাড়ি চাপায় হেলপার নিহত

0

লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় অকেজো হয়ে পড়া জীপ গাড়ি মেরামত করতে গিয়ে চাপা পড়ে মো. তারেক (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার ১১ মে ২৫ ইং দুপুর ১২:৪৫ মিনিটে কলাউজান ইউনিয়নের বাংলাবাজারের মালিপাড়া সংলগ্ন ব্রিকফিল্ড এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং থানা পুলিশের টিম ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করে। দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কলাউজান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গাড়ির নিচে গিয়ে হেলপার তারেক অকেজো হয়ে পড়া জীপ গাড়িটির ত্রুটি সারাতে জগ দিয়ে গাড়ি তুলে কাজ করছিলেন।এসময় জগটি বসানো জায়গা হতে সরে গেলে গাড়িটি পড়ে গিয়ে তারেককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই হেলপার তারেকের মৃত্যু হয়। পরবর্তীতে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে।

নিহত তারেক পুঁটিবিলা ইউনিয়নের উত্তর পহরচাঁদা এলাকার নুরুল কবিরের ছেলে।

Leave A Reply

Your email address will not be published.