চোখে ফিরেছে আলো, হৃদয়ে ফিরেছে আশা

0

আব্দুল কাদের রুবেল:
আল মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে জেকু ফাউন্ডেশন কানাডার অর্থায়নে লায়ন দাতব্য চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউট চট্টগ্রামে প্রথম ধাপে ৫০ জন ছানি রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে।

বুধবার ২৩শে জুলাই ২০২৫ ইং ৫০ জন অসহায় ও দরিদ্র মানুষদের চোখের আলো ফিরিয়ে দেওয়ার মহৎ লক্ষ্যে এ মানবিক কার্যক্রমটি সম্পাদিত হয়।

মানবিক এই কর্মসূচির মাধ্যমে বহু মা-বাবা, বৃদ্ধ-প্রবীণ মানুষ তাঁদের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।ফিরে পেয়েছেন আলো দেখার আনন্দ, প্রিয়জনের মুখ দেখার সৌভাগ্য।

মানবিক কার্যক্রমের বিষয়ে আয়োজকদের পক্ষ হতে বলা হয়, “একজন মা আবার সন্তানের মুখ দেখতে পারবেন, একজন বাবা আবার কোরআনের আয়াত স্পষ্ট করে পড়তে পারবেন এটাই হলো এ আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ তাআলার অসীম রহমতে এই মহান উদ্যোগ সফল হয়েছে। যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া রইলো”।পরবর্তীতেও এই ছানি অপারেশন কার্যক্রম চলমান থাকবে।

প্রথম ধাপে সর্বমোট ৫০ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়।সমাপনী দিনে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল এর ডাক্তার মোঃ মহিউদ্দিন সম্মানিত “পরিচালক”, জনাবা ইনসাফ হান্না “এসিস্ট্যান্ট ডিরেক্টর”, মোঃ জসিম উদ্দিন “ক্যাম্প কো-অর্ডিনেটর ও আল মুসাইদাহ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি লায়ন মোহাম্মদ আবু হাসান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের রুবেল, ওমর ফারুক, ইউসুফ ও অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.