চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবা সহ গ্রেপ্তার ২

0

মেনন দাশ(রিপোর্টার):
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকা হতে ৫০০ পিস ইয়াবা বহনকারী এক রোহিঙ্গা নাগরিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

রবিবার ১৬ ফেব্রুয়ারি সকালে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক চেকপোস্ট এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সকালে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক চেকপোস্ট এলাকা হতে নুর মোহাম্মদ(২৪) ও মোঃ রাকিবুল হাসান অন্তর (১৯) নামের দুই যুবককে আটক করা হয়।এসময় তল্লাশী চালিয়ে তাদের হেফাজত হতে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ(২৪) কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে এবং মোঃ রাকিবুল হাসান অন্তর (১৯) পাবনা জেলার চাটমোহর পৌরসভা এলাকার মনির হোসেনের ছেলে ।

Leave A Reply

Your email address will not be published.