চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ার মাতামুহুরী নদী থেকে হাসান মুরাদ (৩৬) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২৫ ইং রাত ৯:৩০ মিনিটে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের মাতামুহুরীর নদীর কইন্যারকুম এলাকা থেকে উক্ত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের আইসি এসআই মোহাম্মদ ইদ্রিস বলেন, মঙ্গলবার রাতে স্থানীয়রা মাতামুহুরী নদীর কইন্যারকুম এলাকায় পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহ দেখে আমাদের জানালে আমরা গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করি।
তিনি আরও বলেন, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
নিহত হাসান মুরাদ চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে।