বোয়ালখালীতে সিএনজি ট্যাক্সি উল্টে আহত ২

0

দোলন কান্তি দে:
চট্টগ্রামের বোয়ালখালীর আমতল এলাকায় সিএনজি চালিত ট্যাক্সি উল্টে ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা দম্পতি বলে জানা গেছে।

শনিবার ৫ এপ্রিল ২৫ ইং দুপুর ১ টায় বোয়ালখালী উপজেলার আরাকান সড়কের আমতল এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

জানা যায়, পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের বাসিন্দা দম্পতি সঞ্জিত সূত্র দাশ (৭০) ও তার স্ত্রী রেনু সূত্র দাশ (৬০) খাগড়াছড়ির মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ট্যাক্সিটি গোমদণ্ডী ফুলতল হয়ে ফেরার পথে
দ্রুতগতিতে থাকা অটোরিকশাটি (চট্টগ্রাম-থ- ১৪-৩২৩৯) আরকান সড়কের আমতল এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে যায়।এসময় সিএনজি ট্যাক্সিতে থাকা যাত্রী দম্পতি সঞ্জিত সূত্র দাশ (৭০) ও স্ত্রী রেনু সূত্র দাশ (৬০) গুরুতর আহত হন।পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান।এসময় ট্যাক্সি চালক গাড়ী ফেলে পালিয়ে যান।

দূর্ঘটনার বিষয়ে উপজেলা বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, সিএনজি ট্যাক্সি দূর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দুই যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক সঞ্জিত সূত্রদাশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছেন।

Leave A Reply

Your email address will not be published.