বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের রুমার রোনিনপাড়া ও রোয়াংছড়ির পাইক্ষ্যংপাড়ায় যৌথবাহিনীর অভিযানের সময় বন্দুকযুদ্ধে এডি থাং বম (২৪), রুমালসাং নয়াম বম (২৩),রুয়াল মিনলিয়ান বম নামের কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৩ সদস্য নিহত হয়েছে।
রবিবার ১৯ মে সকালে রুমা-রোয়াংছড়ি সীমান্তের ডেবা ছড়ার গভীর জঙ্গলে একটি আস্তানায় অভিযান চালানোর সময় এ হতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, বান্দরবানের রুমার ডেবা ছড়ার গভীর অরণ্যে কেএনএফ এর উপস্থিতির খবর পেয়ে একটি আস্তানায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় যৌথবাহিনী ও কেএনএফ এর মধ্যে ঘন্টাব্যাপী ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটে।গুলি বিনিময়ের পরবর্তীতে ঘটনাস্থল হতে কেএনএফের দু’জন সদস্যের লাশ সহ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যৌথবাহিনী।গুলিবিদ্ধ হওয়ার একপর্যায়ে আহত কেএনএফ সদস্যও মারা যায়।উক্ত ঘটনার পর পার্শবর্তী এলাকায় সেনাবাহিনীর পক্ষ হতে তল্লাশি অভিযান পরিচালনা করার পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা বাহিনীর টহল।
নিহত এডি থাং বম (২৪) ফিয়াংপিদোং পাড়ার জ্ঞানমুন বমের ছেলে , রুমালসাং নয়াম বম (২৩) সিকুয়াল বমের ছেলে এবং রুয়াল মিনলিয়ান বম জিরথন বমের ছেলে।এসময় তাদের আস্তানা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, রুমা উপজেলার রোনিনপাড়ার কাছে ডেবাছড়া এলাকায় যৌথবাহিনীর সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযানে তিনজন নিহত হয়েছেন বলে শুনেছি। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ সেখানে গিয়েছে।এলাকাটি দুর্গম হওয়ায় মোবাইলে সংযোগ পাওয়া যাচ্ছে না। মরদেহগুলো উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হবে।
এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুর রহমান জানান, ঘটনার বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, রুমা উপজেলার রোনিনপাড়ার কাছে ডেবাছড়া এলাকায় যৌথবাহিনীর সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযানে তিনজন নিহত হয়েছেন বলে শুনেছি। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ সেখানে গিয়েছে।এলাকাটি দুর্গম হওয়ায় মোবাইলে সংযোগ পাওয়া যাচ্ছে না। মরদেহগুলো উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হবে।
উল্লেখ্য, বিগত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে ১৪টি অস্ত্র-গুলি ও ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায় কেএনএফ সদস্যরা। এ ঘটনার পর বান্দরবানের সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। অভিযানে এ পর্যন্ত কেএনএফ এর পাঁচ সদস্য নিহত ও ৮২ জনকে আটক করা হয়েছে।