সুজন রায়(রিপোর্টার):
চট্টগ্রামের চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় ও বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী মোঃ সায়েম মুরাদ (৪২) ও মোঃ ওয়াহিদ (২৪) নামের ২ জনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশের টিম।
সোমবার ১০ মার্চ ২৫ ইং রাত ০২:২০ মিনিটে নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় ও বহদ্দারহাট এলাকায় পরিচালিত বিশেষ এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফয়সাল, এসআই/রেজাউল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মৌলভী পুকুরপাড় ও বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দগাঁও থানার মামলা এর আসামী মোঃ সায়েম মুরাদ (৪২) ও মোঃ ওয়াহিদ (২৪) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সায়েম মুরাদ (৪২) নতুন চান্দগাঁও থানার ইয়াছিন হাজির বাড়ীর মোঃ সেকান্দার এর পুত্র এবং মোঃ ওয়াহিদ (২৪) কর্ণফুলী থানার উত্তর বন্দর নবী হোসেন চেয়ারম্যান বাড়ীর মোঃ জাহাঙ্গীর আলম এর পুত্র।